হোম > সারা দেশ > কুমিল্লা

উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২তম দিনে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বলেন, ‘২৮ তারিখ উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, এ ক্ষেত্রে উপাচার্য চলে যাওয়াই হচ্ছে একমাত্র সমাধান। উপাচার্য যত তাড়াতাড়ি পদত্যাগ করেন বা তাঁকে অপসারণ করা হয়, তত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবার জন্য মঙ্গল। তাতে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধই করে রেখেছে এই উপাচার্য।’

শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, ‘আমাদের এক দফা দাবি, উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত