হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার শিপুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাচ্চুর ছেলে। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বসবাস করছেন। 

পুলিশ জানায়, গত চার মাস ভয়ভীতি দেখিয়ে ওই বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসছিল ছাত্রলীগ নেতা শিপুল। সোমবার সকালে ভুক্তভোগীকে ফের ধর্ষণ করার সময় ঘটনাটি ওই কিশোরীর চাচি দেখে ফেলেন। পরে চাচির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শিপুল। এ ঘটনার পর মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, বাক্‌প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। প্রাথমিকভাবে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির