নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি সেমিপাকা ঘরের ওয়ালসহ ছাদ ভেঙে পড়ে রুদ্র দাস নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী ঈশান মহাজন রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত রুদ্র দাস রাউজান পৌরসভার ছত্তরপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার শ্যামল বাবুর কলোনিতে সেমিপাকা ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদ ভেঙে গুরুতর আহত হয় ১২ বছরের কিশোরটি। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।