হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুই আবাসিক হলে অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রক্টরিয়াল বডিকে পুলিশ সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলার পর আমরা দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। মূলত হলে কোনো বহিরাগত ও অস্ত্র আছে কি না, তা দেখার জন্য তল্লাশি চালানো হয়েছে। তবে আমরা কিছুই পাইনি।’

প্রক্টর আরও বলেন, ‘গতকালের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গতকাল কথা-কাটাকাটির জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাখা ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান