হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুই আবাসিক হলে অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রক্টরিয়াল বডিকে পুলিশ সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলার পর আমরা দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। মূলত হলে কোনো বহিরাগত ও অস্ত্র আছে কি না, তা দেখার জন্য তল্লাশি চালানো হয়েছে। তবে আমরা কিছুই পাইনি।’

প্রক্টর আরও বলেন, ‘গতকালের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গতকাল কথা-কাটাকাটির জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাখা ছাত্রলীগের সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫