হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিকল ট্রলার নিয়ে ১০ দিন সাগরে ভাসা ২২ মাঝি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সাগর থেকে উদ্ধার হওয়া জেলেরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার উপকূলে বিকল ট্রলার নিয়ে ১০ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ২২ মাঝিকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাঁরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামের একটি ফিশিং ট্রলার উপকূলের এলিফ্যান্ট পয়েন্ট থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিকল ট্রলারসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিকেলে তাঁদের কক্সবাজার বিসিজি স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, ট্রলারটি ১১ মার্চ নোয়াখালী উপকূল থেকে মাছ ধরার জন্য সাগরে যায়। ১৪ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। পরে জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর ৯৯৯ নম্বরের মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত