হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-দাসেরহাট সড়কের বড় পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুর হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যান। অন্যজন গতকাল বৃহস্পতিবার রাতে প্রাণ হারান।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দক্ষিণ জামিরতলী এলাকার নুর হোসেন (৫০), পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে আবুল খায়ের (৪৮)। তাঁদের মধ্যে আবুল খায়ের বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দিঘলী বাজারের দিকে যাচ্ছিলেন নুর হোসেন। বড় পুকুরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দুজন আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল