হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর চিকিৎসক ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত চিকিৎসক ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যানবাড়ির বাসিন্দা। 

স্থানীয়রা জানান, ঘর থেকে ৪০০ থেকে ৫০০ ফুট দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় চিকিৎসক ইয়াকুবের মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে রেইনকোট পরা অবস্থায় হাতে মাছভর্তি থলেসহ তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, মাছ ধরে ফেরার পথে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে নিখোঁজ হন তিনি। 

নিহত চিকিৎসকের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আজ সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পান। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।’ 

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষ মরদেহটি দেখে তাঁর পরিবারকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে আমরা অপমৃত্যুর মামলা নেব।’ 

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খালসংলগ্ন বিলে নিখোঁজ হন চিকিৎসক ইয়াকুব। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির