হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংসদের সঙ্গে ‘বিদ্রোহী’ চেয়ারম্যানের সাক্ষাৎ, তৃণমূলে ক্ষোভ

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকারিয়া ডালিম। নৌকা প্রতীককে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সাংসদ মোছলেম উদ্দিন আহমদের সঙ্গে সদ্য নির্বাচিত জাকারিয়া ডালিমের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা। নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হওয়া চেয়ারম্যানের সঙ্গে ফুল হাতে মোছলেম উদ্দিন আহমদের ছবি মানতে পারছেন না তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী ইব্রাহীম বাচ্চুকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী জাকারিয়া ডালিম। গত ৮ ডিসেম্বর নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় ডালিমসহ আওয়ামী লীগ-যুবলীগের ১৪ জনকে বহিষ্কার করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। 

স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বহিষ্কৃত সেই বিদ্রোহীকে বরণ করে নিলেন মোছলেম উদ্দিন আহমদ। তাঁকে এভাবে বরণ যদি করতেই হয় তাহলে কেনো বহিষ্কারের নাটক করা হলো?’ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছিলেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার এর নির্দেশনা ছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের। দক্ষিণ চট্টগ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছিল তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত একজন নেতার সঙ্গে সাংসদের ফুলেল ছবি দুঃখজনক। এই কাজটি করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।’  

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘বিদ্রোহী চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণের বিষয়টি নিয়ে কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে। সত্যি বলতে কি, এ ঘটনায় আমি নিজেও খুব বিব্রত। আমরা কেন বহিষ্কার করলাম, আবার কেন ফুল দিয়ে বরণ করবো? বিষয়টি নিয়ে আমি ওনার (সাংসদ মোছলেম) সঙ্গে কথা বলব। জানতে চাইব, তিনি কেন এটি করলেন?’ 

তবে এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।   

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত