হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাবিপ্রবিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের হানা, চাঁদা দাবি

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজের ছবি। ছবি: সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নির্মাণকাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেছে একদল ‘সশস্ত্র সন্ত্রাসী’। তবে এ সন্ত্রাসীরা কোনো দলের কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় ঠিকাদারেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, তাঁদের প্রকল্পের কাজ শুরু করার আগে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। না হলে কাজ বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের ভেতরে সাত-আটজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল প্রবেশ করে ঠিকাদার প্রতিষ্ঠানের সদস্যদের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে। এরপর শ্রমিকদের ফোন নিয়ে যায় তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মীর হোসেন জানান, চাঁদা না দেওয়া পর্যন্ত তাঁদের কাজ বন্ধ রাখতে বলে। চাঁদা না দিয়ে কাজ করলে তাঁদের ক্ষতি হবে বলে হুমকি দেয়। শ্রমিকদের মোবাইল ফোনগুলো তারা নিয়ে যায়। কিন্তু তারা কোন দলের সন্ত্রাসী, তা নির্ণয় করতে পারেননি বলে জানান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মো. আব্দুল গফুর জানান, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে অজ্ঞাতনামা স্থান থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান জানান, এর আগেও সশস্ত্র সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ে এভাবে হানা দিয়েছিল। এবার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ উদ্দীন জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির