হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর শরীফ উদ্দিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকালে নগরীর আনুমানিক ঘাট সংলগ্ন এফআর গ্রিন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শরীফ কোতোয়ালী এলাকার আব্দুর রহমানের ছেলে। 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার কর্ণফুলীর অভয়মিত্র ঘাটে ওই কিশোর গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। ওই দিন তাঁকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে তাঁর মরদেহটি ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে আনু মাঝির ঘাট থেকে পাওয়া যায়। 

একই ঘাটে রোববার নৌকায় মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়। তাঁদের খোঁজ করতে কর্ণফুলীতে নেমে ঘাটটি থেকে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, রোববার ভোরে মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা উল্টে নিখোঁজ হয় তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাশ (১৫)। তাঁদের সঙ্গে ছিলেন সুজিদ দাস নামে আরেক ব্যক্তি। সুজিত সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে বাবা ও ছেলে। 

গতকাল রোববার বাবার সঙ্গে নিখোঁজ হওয়া ছেলেটির বয়স ছিল ১৫ বছর। তাঁদের খুঁজে পেতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ। ফায়ার ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষও পুলিশের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বিকেলে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাপ-ছেলের মরদেহ এখনো পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ