হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া-আগরতলা সড়কে কাল থেকে ৩ দিন বাস চলাচল বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কে আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন যান চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস সার্ভিসও। সড়কের গাজির বাজার এলাকায় জাজি নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাশে বেইলি সেতু স্থাপনের সুবিধার্থে এই সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আখাউড়া-আগরতলা সড়কের জাজি নদীর ওপর বেইলি সেতুর বদলে নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন সেতুর পাশে বিদ্যমান বিকল্প সড়কটি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বিধায় সেখানে বেইলি সেতু স্থাপনের কাজ করার জন্য ১৬ মে রাত ১০টা থেকে ১৮ মে রাত ১০টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তাই জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সেতু নির্মাণকাজের কারণে আখাউড়া-আগরতলা সড়ক বন্ধ থাকলেও বিকল্প সড়ক ব্যবহার করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখা হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল