হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে ১০ বস্তা ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় বোটটির গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করলে একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসে পলিথিনে মোড়ানো বাদামি রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানায় চলে যায়।’ 

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, পরে কোস্টগার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। বস্তাগুলো থেকে সর্বমোট ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় ইয়াবাগুলো হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে