হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল ও চরচামিতা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে হওয়া এ দুই দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. ইকবাল হোসেন নিহত হন। তিনি কমলনগর উপজেলার চরফলকন এলাকার দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেন নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে একই সড়কের চরচামিতা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন একজন। দুজনের কারও পরিচয়ই এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লক্ষ্মীপুর থেকে ইকবাল হোসেনসহ দুজন মোটরসাইকেলযোগে চট্টগ্রামে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মিরাজ হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট