চট্টগ্রাম নগরীর দি পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট ২০২৪’। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মেলার উদ্বোধন করেন।
ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলায় উপস্থিত ছিলেন মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যরা।
এবারের আসরে দেশ-বিদেশের ২৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।