হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের হাতে গ্রেপ্তার ঋভু মজুমদার ও মো. জামাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমাতে প্রকাশ্যে অস্ত্র হাতে অবস্থান নেওয়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ব্যাপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন থানা এলাকার সাধুপাড়ার ঋভু মজুমদার (২৭) ও ভোলা সদরের মো. জামাল (৪০)। এর মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের সশস্ত্র ক্যাডার বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট মোড়ে গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে। এর মধ্যে গত ১৯ আগস্ট চান্দগাঁও থানায় করা হত্যা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি করার অস্ত্র হাতে দুজন। ছবি: সংগৃহীত

ওসি আফতাব উদ্দিন আরও বলেন, ওই হত্যা মামলার দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার সময় পাওয়া একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে তাঁদের দুজনকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত