হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউক্রেন ফেরত ২৮ নাবিকের ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন

চট্টগ্রাম প্রতিনিধি

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ২৮ জন নাবিক ঢাকায় পৌঁছান।

বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আল্লাহর রহমতে ভালোভাবে দেশে আসতে পেরেছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেছেন। রোমানিয়ার এম্বেসডর আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’

রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে গতকাল বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা। 

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক