হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউক্রেন ফেরত ২৮ নাবিকের ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন

চট্টগ্রাম প্রতিনিধি

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ২৮ জন নাবিক ঢাকায় পৌঁছান।

বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আল্লাহর রহমতে ভালোভাবে দেশে আসতে পেরেছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেছেন। রোমানিয়ার এম্বেসডর আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’

রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে গতকাল বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত