হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মশাল ও কেরোসিনসহ ২ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বাসে অগ্নিসংযোগ করতে যাওয়ার অভিযোগে মশাল ও কেরোসিনসহ বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার রাতে নগরীর ডবল মুরিং থানা এলাকার আগ্রাবাদ থেকে তাঁদের আটক করা হয়। 

তবে বিএনপির দাবি, মশাল মিছিল করার সময় তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ। 

আটককৃত দুজন হলেন—নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তাঁর সহযোগী বিএনপি কর্মী মো. মাইনুদ্দিন। 

ডবলমুরিং থানা-ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার পর মশাল, কেরোসিন আর পাউডার নিয়ে জাম্বুরি পার্কের সামনে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ মানুষকে নিয়ে দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।’ 

তিনি আরও বলেন, ‘বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক আমরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছি।’ 

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হরতাল অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। আমরা তাদের আটকের তীব্র নিন্দা জানাই।’ 

আটকের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আমরাও ছিলাম, স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিল। হাতেনাতে ওই দুজনের কাছ থেকে মশাল ও কেরোসিন উদ্ধার করি। তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু