হোম > সারা দেশ > চাঁদপুর

প্রধান শিক্ষক লাঞ্ছিত করায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় ক্লাস বর্জন করেছে শিক্ষক–শিক্ষার্থীরা। আজ বুধবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজ (বুধবার) স্কুল পরিচালনা পর্ষদের সভা চলাকালীন স্থানীয় বাসিন্দা মনির হোসেন পাটোয়ারী নিজেকে ভূমিদাতা দাবি করে পরিচালনা পর্ষদে তাকে অন্তর্ভুক্তি না করায় প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামকে গালিগালাজ করেন। এ সময় পরিচালনা পর্ষদের সহসভাপতি হাজী আব্দুল কাদের, অভিভাবক সদস্য ইসমাইল হোসেন, আরিফ হোসেন, বিশ্বনাথ দাস, তাজুল ইসলাম, লাইলি বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। 

পরে ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করেন। তারা এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিষ্ঠানটির ভূমিদাতা পরিবারের সদস্য। আমাকে অ্যাডহক কমিটিতে কেন রাখা হলো না, জানতে চাইলে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে উপস্থিতি সাবার সামনে বিষয়টি মীমাংসা হয়ে যায়।’ 

পরিচালনা পর্ষদদের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি, এই ন্যক্কারজনক ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। আগামী শনিবার বিষয়টি নিয়ে জরুরি সভা ডেকেছি।’

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ