হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ ডিসির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া উচ্চবিদ্যালয়ে সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।

জাতীয় সংগীত গাইতে না পারা শিক্ষক হলেন শরীরচর্চার শিক্ষক মো. সোহরাব হোসেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম আজ সকাল সাড়ে ১০টার দিকে মোগড়া উচ্চবিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খোঁজখবর নেন। শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের উপস্থিতির হার কম দেখতে পান। এ নিয়ে তাঁকে ভর্ৎসনা করেন ডিসি। একপর্যায়ে জাতীয় সংগীত গাইতে বলেন। কিন্তু তিনি সম্পূর্ণ সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক রাগান্বিত হয়ে শরীরচর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যত দিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারবে, তত দিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। এ সময় সম্পূর্ণ জাতীয় সংগীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের বেতন স্থগিত রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকেও কারণ দর্শানোর নির্দেশ দেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির