হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে ‘পাচারের উদ্দেশ্যে’ আনা ১৮ রোহিঙ্গা উদ্ধার, জড়িত থাকার অভিযোগে আটক ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে তাঁদের এখানে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।

যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন—টেকনাফ সদরের বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহের ছেলে দ্বীন ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ (২৬), পৌরসভার নাইট্যংপাড়ার মৃত মো. সেলিমের ছেলে মো. জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে মো. জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার সবাই মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফ নদী দিয়ে অনুপ্রবেশ করে এনে জড়ো করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে ৮ হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশ করানো হয়। এরপর হয়তো সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হতো। কিন্তু পুলিশ সংবাদ পেয়ে এই অভিযান চালায়। এ ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া ভিকটিমের বিরুদ্ধেও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার