হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে ‘পাচারের উদ্দেশ্যে’ আনা ১৮ রোহিঙ্গা উদ্ধার, জড়িত থাকার অভিযোগে আটক ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে তাঁদের এখানে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।

যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন—টেকনাফ সদরের বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহের ছেলে দ্বীন ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ (২৬), পৌরসভার নাইট্যংপাড়ার মৃত মো. সেলিমের ছেলে মো. জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে মো. জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার সবাই মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফ নদী দিয়ে অনুপ্রবেশ করে এনে জড়ো করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে ৮ হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশ করানো হয়। এরপর হয়তো সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হতো। কিন্তু পুলিশ সংবাদ পেয়ে এই অভিযান চালায়। এ ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া ভিকটিমের বিরুদ্ধেও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের