হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে ‘পাচারের উদ্দেশ্যে’ আনা ১৮ রোহিঙ্গা উদ্ধার, জড়িত থাকার অভিযোগে আটক ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে তাঁদের এখানে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।

যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন—টেকনাফ সদরের বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহের ছেলে দ্বীন ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ইউনুছ (২৬), পৌরসভার নাইট্যংপাড়ার মৃত মো. সেলিমের ছেলে মো. জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে মো. জামাল (৩৮) ও আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার সবাই মিয়ানমারের মংডু শহরের আশপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফ নদী দিয়ে অনুপ্রবেশ করে এনে জড়ো করা হয়।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে ৮ হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশ করানো হয়। এরপর হয়তো সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হতো। কিন্তু পুলিশ সংবাদ পেয়ে এই অভিযান চালায়। এ ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া ভিকটিমের বিরুদ্ধেও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার