হোম > সারা দেশ > কক্সবাজার

কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

কোস্ট গার্ডের অভিযানে জব্দ সিমেন্টর বস্তা ও আটককৃতরা। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে অভিযানে এঁদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের একটি দল বিশেষ অভিযান চালায়। নাজিরারটেকসংলগ্ন সমুদ্র উপকূলে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখে থামার সংকেত দেয় তারা। সংকেত না মেনে নৌকাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটকানো হয়। নৌকায় তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তাগুলো জব্দ হয়। এ সময় পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০), চট্টগ্রামের পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক পাচারকারী, জব্দকৃত সিমেন্ট এবং নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই