হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোবাইলে রেখে যাওয়া ভিডিওতে স্বামী-শাশুড়ির নির্যাতনের অভিযোগ করে গৃহবধূর ‘আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি ভিডিও পায় পুলিশ। সেখানে স্বামী ও শাশুড়ির নির্যাতনে নিরুপায় হয়ে তিনি আত্মহত্যা করছেন বলে জানিয়েছিলেন। 

আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এর আগে সকালে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 

গৃহবধূ মারজাহান আক্তার রিক্তা (২১) বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের মেয়ে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার দক্ষিণ লতিফপুর গ্রামের ফয়সালের স্ত্রী। এই দম্পতির এক বছরের ছেলে সন্তান রয়েছে। 

গৃহবধূর বাবা আবু নাছের বলেন, ‘আমি বিদেশ থাকাকালীন দুবছর আগে রিক্তা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রায় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করত। স্বামী, শাশুড়ি ও ননদসহ তার শ্বশুর পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সে আজ দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার নাতি কান্না করলে আমি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে প্রথমে রিক্তা বলে ডাকাডাকি করি। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার মেয়েকে আত্মহত্যা করতে যারা বাধ্য করেছে তার সুষ্ঠু বিচার দাবি করছি।’

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পরিবারের লোকজন রিক্তাকে নামিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিক্তার ঘরে থাকা তাঁর মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করে তিনি গলায় ফাঁস দেন। 

মোবাইলের ওই ভিডিওতে রিক্তা জানান, তাঁর স্বামী, শাশুড়ি ও নানি শাশুড়ি তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন। তাই তিনি নিরুপায় হয়ে আত্মহত্যা করছেন। এ সময় তাঁর ছেলেকে সবাই দেখে রাখার শেষ অনুরোধ জানান রিক্তা। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমরা উদ্ধার করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে