হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল, চরে আটকে গেছে উদ্ধারকারী ট্রলারও

শাহীন শাহ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাইক্ষংদিয়া নামক স্থানে ট্রলারটি আটকা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটিতে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করতে গেলে সেই ট্রলারটিও আটকা পড়ে গেছে। 

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, অপর একটি ট্রলার এ যাত্রীদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কোন কারণ নেই বলেও জানান তিনি। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প