হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল, চরে আটকে গেছে উদ্ধারকারী ট্রলারও

শাহীন শাহ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাইক্ষংদিয়া নামক স্থানে ট্রলারটি আটকা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটিতে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করতে গেলে সেই ট্রলারটিও আটকা পড়ে গেছে। 

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, অপর একটি ট্রলার এ যাত্রীদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কোন কারণ নেই বলেও জানান তিনি। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির