হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলতাপ হোসেন (৭২) বরিশালের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় থাকতেন। তিনি সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার মো. হারুনের মালিকানাধীন করাতকলে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে করাতকল থেকে বের হয়ে রাস্তার পশ্চিম পাশের দোকানে যান আলতাফ। দোকানের কাজ শেষে পুনরায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর বলেন, মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত