চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির পায়ের নিচে পড়ে আবদুর রশিদ (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির। নিহত ব্যক্তি একই এলাকার আবদুন নবীর ছেলে।
মাসুম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার ভোররাত ৩টা থেকে ৪টার দিকে একদল বন্য হাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে আবদুর রশিদের ঘরের আশপাশের বিভিন্ন গাছ ভেঙে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি সামনে পড়ে গেলে তাঁকে পিষ্ট করে মৃত্যু ঘটায় বন্য হাতির দল। তাণ্ডব চালিয়ে পরে হাতিগুলো ফের বনে ফিরে যায়।’
উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১ নম্বর ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়।