হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতির পাড়ায় দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির পায়ের নিচে পড়ে আবদুর রশিদ (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির। নিহত ব্যক্তি একই এলাকার আবদুন নবীর ছেলে। 

মাসুম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার ভোররাত ৩টা থেকে ৪টার দিকে একদল বন্য হাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে আবদুর রশিদের ঘরের আশপাশের বিভিন্ন গাছ ভেঙে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি সামনে পড়ে গেলে তাঁকে পিষ্ট করে মৃত্যু ঘটায় বন্য হাতির দল। তাণ্ডব চালিয়ে পরে হাতিগুলো ফের বনে ফিরে যায়।’ 

উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১ নম্বর ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির