হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার টাকা চুরি করে দেশ ভ্রমণে, পুলিশের সহায়তায় বাবার কাছেই ফেরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: বাবার পকেট থেকে দশ হাজার টাকা চুরি করে দেশ ভ্রমণে বের হয়েছিল মৌলভীবাজারের ১০ বছর বয়সী শিশু জামিল আহমেদ ইমন। চট্টগ্রামে এসে টাকা শেষ হয়ে যাওয়ায় এদিক–সেদিক ঘুরছিল সে। সৌভাগ্যক্রমে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের হাতে পড়ে ছেলেটি। পুলিশের প্রচেষ্টাতেই বাড়িতে ফেরে সে। ঘটনাটি ঘটেছে পাহাড়তলী থানা এলাকায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, পাহাড়তলীতে গতকাল শনিবার রাতে এদিক–সেদিক ঘোরাফেরা করতে দেখে শিশু ইমনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ছেলেটির স্বপ্ন ছিল দেশ ভ্রমণ করা। এ জন্য বাবার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সে। চট্টগ্রামে এসে সেই টাকা শেষ হওয়ার পর উদ্দেশ্যবিহীন ঘুরতে থাকে। থানায় আনার পর ভয়ে প্রথমে নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। প্রথমে ছেলেটি নিজের পরিচয় দেয় মাহমুদুল হাসান; বাবা বিদেশে থাকেন। পরে ভয় কাটলে প্রকৃত নাম জানায় সে। সঙ্গে জানায় তার বাবা একজন চাকরিজীবী। শুরুতে ঠিকানাও ভুল দিয়েছিল। পরে পুলিশ বহু চেষ্টায় ইমনের বাবার খোঁজ বের করে তাঁকে খবর দেয়। আজ রোববার ছেলেটির বাবা মৌলভীবাজার থেকে পাহাড়তলী থানায় এলে তাঁর হাতে ইমনকে ফিরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির