হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার টাকা চুরি করে দেশ ভ্রমণে, পুলিশের সহায়তায় বাবার কাছেই ফেরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: বাবার পকেট থেকে দশ হাজার টাকা চুরি করে দেশ ভ্রমণে বের হয়েছিল মৌলভীবাজারের ১০ বছর বয়সী শিশু জামিল আহমেদ ইমন। চট্টগ্রামে এসে টাকা শেষ হয়ে যাওয়ায় এদিক–সেদিক ঘুরছিল সে। সৌভাগ্যক্রমে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের হাতে পড়ে ছেলেটি। পুলিশের প্রচেষ্টাতেই বাড়িতে ফেরে সে। ঘটনাটি ঘটেছে পাহাড়তলী থানা এলাকায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, পাহাড়তলীতে গতকাল শনিবার রাতে এদিক–সেদিক ঘোরাফেরা করতে দেখে শিশু ইমনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ছেলেটির স্বপ্ন ছিল দেশ ভ্রমণ করা। এ জন্য বাবার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সে। চট্টগ্রামে এসে সেই টাকা শেষ হওয়ার পর উদ্দেশ্যবিহীন ঘুরতে থাকে। থানায় আনার পর ভয়ে প্রথমে নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। প্রথমে ছেলেটি নিজের পরিচয় দেয় মাহমুদুল হাসান; বাবা বিদেশে থাকেন। পরে ভয় কাটলে প্রকৃত নাম জানায় সে। সঙ্গে জানায় তার বাবা একজন চাকরিজীবী। শুরুতে ঠিকানাও ভুল দিয়েছিল। পরে পুলিশ বহু চেষ্টায় ইমনের বাবার খোঁজ বের করে তাঁকে খবর দেয়। আজ রোববার ছেলেটির বাবা মৌলভীবাজার থেকে পাহাড়তলী থানায় এলে তাঁর হাতে ইমনকে ফিরিয়ে দেওয়া হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির