হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপে তল্লাশি চালিয়ে কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার উপজেলার আমানবাজারে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ তল্লাশি অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাঁদের বাড়ি রাঙামাটি জেলায়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড ও এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট রয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক কোটি টাকা। এ ছাড়া অবৈধ এসব মালামাল পরিবহনের জন্য পিকআপটি জব্দ করা হয়েছে।

অভিযান চালানো গোয়েন্দা পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে এসব সিগারেট প্রথমে রাঙামাটিতে আনা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর সিগারেটগুলো চট্টগ্রামের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হচ্ছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান