হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপে তল্লাশি চালিয়ে কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার উপজেলার আমানবাজারে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ তল্লাশি অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাঁদের বাড়ি রাঙামাটি জেলায়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড ও এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট রয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক কোটি টাকা। এ ছাড়া অবৈধ এসব মালামাল পরিবহনের জন্য পিকআপটি জব্দ করা হয়েছে।

অভিযান চালানো গোয়েন্দা পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে এসব সিগারেট প্রথমে রাঙামাটিতে আনা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর সিগারেটগুলো চট্টগ্রামের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হচ্ছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী