হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপে তল্লাশি চালিয়ে কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার উপজেলার আমানবাজারে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ তল্লাশি অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাঁদের বাড়ি রাঙামাটি জেলায়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড ও এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট রয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক কোটি টাকা। এ ছাড়া অবৈধ এসব মালামাল পরিবহনের জন্য পিকআপটি জব্দ করা হয়েছে।

অভিযান চালানো গোয়েন্দা পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে এসব সিগারেট প্রথমে রাঙামাটিতে আনা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর সিগারেটগুলো চট্টগ্রামের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হচ্ছে বলে জানায় পুলিশ।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১