হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু

ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি 

ফেনীতে আগুনে পুড়ে রাহাদুল ইসলাম গোলাপ (৬) ও মাইদুল ইসলাম শাহাদাত (১৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেনী শহরের মধ্যম বিরিঞ্চির ফকিরবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত দুই শিশু ফকিরবাড়ি এলাকার মুহাম্মদ রনির ছেলে। এদের মধ্যে শাহাদাত সপ্তম ও গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে বিরিঞ্চি এলাকার ফকিরবাড়ির মুহাম্মদ রনির ঘরে আগুন লাগে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় রনির বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু যায়। 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের