হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. ইউসুফ (৭০)। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ইফতারের পর শিশুটি বৃদ্ধ ইউসুফের ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় চকলেটের লোভ দেখিয়ে তাকে কৌশলে ঘরে ডেকে নেন ইউসুফ। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন ইউসুফ।

এলাকার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিশুটির পরিবারকে আপসে আনার চেষ্টাও করেন তিনি। কিন্তু টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। তাদের মধ্যে একটি পক্ষ অভিযুক্ত ইউসুফকে তার ঘর থেকে বের করে রাস্তায় এনে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহেল রানা জানান, ইউসুফকে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রাতেই সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প