হোম > সারা দেশ > কক্সবাজার

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ: চকরিয়ায় র‍্যাব-পুলিশ মোতায়েন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও একজন নিহতের ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার পৌরশহরের থানার রাস্তার মাথা, জনতা মার্কেট ও চকরিয়া শপিং কমপ্লেক্সে এলাকায় অবস্থান নেয় র‍্যাব-পুলিশ সদস্যরা। এ সময় পৌরশহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘চকরিয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও মানুষের জানমালের নিরাপত্তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার প্লাটুন পুলিশ ও দুই প্লাটুন র‌্যাব মোতায়েন রয়েছে।’

এ বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে, সে জন্য পুলিশের পাশাপাশি দুই গাড়ি র‌্যাব সদস্য টহল জোরদার করা হয়েছে। পৌরশহর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।’

গত মঙ্গলবার বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকরিয়া পৌরশহরে উত্তেজনা দেখা দেয়। এ সময় জানাজায় আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। পৌরশহরের প্রধান সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় অজ্ঞাতদের গুলিতে ফোরকানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে থানার ওসিসহ ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প