হোম > সারা দেশ > কক্সবাজার

সাড়ে ৩ বছর ধরে বন্ধ কুতুবদিয়া পাবলিক লাইব্রেরি

আবুল কাশেম, কুতুবদিয়া (কক্সবাজার)

কুতুবদিয়া উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরিটি সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে। দ্বীপ উপজেলার জ্ঞান চর্চার একমাত্র প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বইপ্রেমীরা। 

একসময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সুধীজনেরা এখানে নিয়মিত বই পড়তে আসতেন। পাঠকদের কাছে উপজেলার একমাত্র এই পাবলিক লাইব্রেরিটি বেশ প্রিয়। ১৯৭৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত লাইব্রেরিটি জেলা পরিষদের অধীনে পরিচালিত হয়। কিন্তু লাইব্রেরি ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পরলে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা পরিষদ। পরে লাইব্রেরিটি খোলার আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে দ্বীপবাসী। 

কুতুবদিয়া পাবলিক লাইব্রেরির নিয়মিত পাঠক মাস্টার ফখরুল হাসান ফরহান বলেন, ‘ছাত্র জীবনে পাবলিক লাইব্রেরিতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করেছি। পাবলিক লাইব্রেরি না থাকায় বর্তমান প্রজন্ম এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’ 

কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, সৃজনশীল মেধা বিকাশে লাইব্রেরির বিকল্প নেই, যেখানে প্রতিটি ইউনিয়নে একটি করে লাইব্রেরি প্রয়োজন, সেখানে উপজেলার মূল লাইব্রেরিই বন্ধ। 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী ও সকল বয়সীদের জন্য পাবলিক লাইব্রেরি জ্ঞান আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই পাবলিক লাইব্রেরি চালুর ব্যবস্থা নেওয়া হবে।’ 

দ্বীপ উপজেলার বইপ্রেমীদের দাবি জ্ঞান চর্চার সুন্দর এই প্রতিষ্ঠানটি শিগগিরই পুনঃস্থাপন করা হোক এবং স্বাভাবিক করা হোক এর কার্যক্রম।  

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ