হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসা ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি নেই, এমপির অনুষ্ঠান বর্জন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি হলে একপর্যায়ে দলীয় নেতা-কর্মীরা সভার ব্যানার ছিঁড়ে ফেলেন। 

আজ শুক্রবার উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার হাছনদণ্ডী এম রহমান মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার শিক্ষার মানোন্নয়নে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন করে দিয়েছে। অথচ সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নাই। এ কারণে আজকের অনুষ্ঠান আমি বর্জন করলাম।’

উপজেলার দোহাজারী পৌর এলাকার হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনটি চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। আজ (শুক্রবার) স্থানীয় সংসদ সদস্য নতুন এই একাডেমিক ভবন উদ্বোধন করেন। এরপর মাদ্রাসা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে টানানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় স্থানীয় নেতারা এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি করেন। একপর্যায়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন। 

স্থানীয়রা জানান, আজ হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি পৌর মেয়র লোকমান হাকিমের নাম ব্যানারে ছিল।

দোহাজারী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মাম্মদ বলেন, ‘জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাদ্রাসায় কিছু শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আছে। তাদের প্ররোচনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ও সংসদ সদস্যর ছবি নেই। এ কারণে সংসদ সদস্য অনুষ্ঠান বর্জন করেছেন।’ 

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চট্টগ্রাম শহরে থাকি। কমিটির অন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই ভুলটা করেছে। তা ছাড়া আমি সংসদ সদস্য আসার একটু আগে শহর থেকে সভাস্থলে উপস্থিত হই।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল