হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তা আক্তার (২৭) নামে এক বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা মাজেদা বেগমের দ্বিতীয় বিয়ের পর থেকে শান্তা আক্তার মায়ের সঙ্গে সৎবাবা নাসিরের বাড়িতে বসবাস করতেন। সৎবাবা নাসিরের সঙ্গে শান্তার তেমন বনিবনা ছিল না। তা ছাড়া মাজেদা বেগম প্রায় সময় শিকলবন্ধী করে রাখতেন শান্তা আক্তারকে। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে শান্তার ঘরের দরজা বন্ধ থাকায় তাঁর মা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখেন শান্তা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় মাজেদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে শান্তাকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে। 

সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যার করতে পারে। তার পরও এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত