হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তা আক্তার (২৭) নামে এক বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা মাজেদা বেগমের দ্বিতীয় বিয়ের পর থেকে শান্তা আক্তার মায়ের সঙ্গে সৎবাবা নাসিরের বাড়িতে বসবাস করতেন। সৎবাবা নাসিরের সঙ্গে শান্তার তেমন বনিবনা ছিল না। তা ছাড়া মাজেদা বেগম প্রায় সময় শিকলবন্ধী করে রাখতেন শান্তা আক্তারকে। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে শান্তার ঘরের দরজা বন্ধ থাকায় তাঁর মা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখেন শান্তা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় মাজেদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে শান্তাকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে। 

সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যার করতে পারে। তার পরও এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির