হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শারমিন আক্তার নূপুর নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন। 

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নূপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। এ ছাড়া দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ওমানপ্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাঁদের ঘরে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, ২০২২ সালে লিটনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নূপুরের। বিয়ের পর থেকে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিভিন্ন সময়ে যৌতুক দাবি করতেন তাঁরা। আজ সকাল ৭টার দিকে নূপুর মোবাইল ফোনে কল করে নির্যাতনের কথা জানান বাবার বাড়ির লোকজনকে। পরে ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা। যৌতুকের দাবিতে নূপুরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। 

নূপুরের মা মোফাস্বেরা বেগম বলেন, ‘আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো। আমাদের বাড়িতে আসতে দিত না। পালক মেয়ে বলে সব সময় অপমান করা হতো। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’ 

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন বলে জানান ওসি মো. তৌহিদুল ইসলাম।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির