হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শারমিন আক্তার নূপুর নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন। 

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নূপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। এ ছাড়া দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের ওমানপ্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাঁদের ঘরে আট মাস বয়সী এক ছেলেসন্তান রয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, ২০২২ সালে লিটনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নূপুরের। বিয়ের পর থেকে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিভিন্ন সময়ে যৌতুক দাবি করতেন তাঁরা। আজ সকাল ৭টার দিকে নূপুর মোবাইল ফোনে কল করে নির্যাতনের কথা জানান বাবার বাড়ির লোকজনকে। পরে ৯টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা। যৌতুকের দাবিতে নূপুরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। 

নূপুরের মা মোফাস্বেরা বেগম বলেন, ‘আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করা হতো। আমাদের বাড়িতে আসতে দিত না। পালক মেয়ে বলে সব সময় অপমান করা হতো। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’ 

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়ি পলাতক আছেন বলে জানান ওসি মো. তৌহিদুল ইসলাম।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে