হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আমিন দেওয়ান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার লাড়ুয়া গ্রামের দশআনি ভূঁইয়াবাড়ির পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন আহত হন।

নিহত আমিন দেওয়ান ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মিজানুর রহমান দেওয়ানের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

আহতরা হলেন, উপজেলার কমলাপুর গ্রামের মোক্তার আহমেদের ছেলে মো. রাকিবুল ইসলাম (২২) ও শাহজাহানের ছেলে মো. রাশেদ খাঁন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিল আমিন দেওয়ান। এ সময় অপরদিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আমিন মোটরসাইকেলের নিচে পড়ে যায়। কিন্তু ততক্ষণে পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা আমিন দেওয়ানসহ আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিন দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিন দেওয়ানের মরদেহ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রয়েছে। বাকিরা চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু