হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রাইফেল ক্লাব মার্কেট ও বৈদ্যুতিক সরঞ্জামের মার্কেটের দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে। কিন্তু এখনো ব্যাংকের ভেতর থেকে ধোয়া আসছে। কোথায় থেকে এই ধোয়া আসছে তা দেখছি আমরা।’ 

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নুরুল আমিন সিকদার বলেন, ‘সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে। এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংকের চারতলা ভবনের নীচ তলায় ভেতরে এ আগুন লাগে। 

অগ্নিনির্বাপণে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ভেতরে প্রচুর ধোয়া। কোথা থেকে এত ধোয়া উৎপন্ন হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হয়েছে।’ 

এ বিষয়ে ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘আগুনের ঘটনা ঘটে সন্ধ্যা সাতটার দিকে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। আশা করছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির