চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি মহাসড়কের নুনাছড়া অংশ অতিক্রম করছিল। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়। চালকের পাশের আসনে থাকা জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান।
পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কাভার্ড ভ্যানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
এসআই মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।