হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কে বালুর স্তূপ, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির জিপিএইচ কারখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো. শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তাঁরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালু স্তূপ করা রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের জিপিএইচ কারখানা গেট এলাকায় সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় মোটরসাইকেলটির গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেলটিকে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন। তিনি আজকের পত্রিকাকে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনা-পরবর্তী সময় কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প