হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চিকিৎসাধীন ৬৩ রোগীই চোখে আঘাতপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ রোগীর সবাই কোনো না কোনোভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য তাঁদের ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার সকালে এই চক্ষু বিশেষজ্ঞ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। 

অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, আহত রোগীদের মধ্যে চমেকে ভর্তি ৬৩ জনের সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত লেগেছে। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হতে পারে। 

সাবেক মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থাও খুবই খারাপ হওয়ায় এখনই ঢাকায় নেওয়া সম্ভব নয়।’ 

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাঁরা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার