হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চিকিৎসাধীন ৬৩ রোগীই চোখে আঘাতপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ রোগীর সবাই কোনো না কোনোভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য তাঁদের ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার সকালে এই চক্ষু বিশেষজ্ঞ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। 

অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, আহত রোগীদের মধ্যে চমেকে ভর্তি ৬৩ জনের সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত লেগেছে। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হতে পারে। 

সাবেক মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থাও খুবই খারাপ হওয়ায় এখনই ঢাকায় নেওয়া সম্ভব নয়।’ 

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাঁরা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু