হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে চিকিৎসাধীন ৬৩ রোগীই চোখে আঘাতপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ রোগীর সবাই কোনো না কোনোভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসার প্রয়োজন। সে জন্য তাঁদের ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া দরকার বলে জানিয়েছেন ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। 

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ মঙ্গলবার সকালে এই চক্ষু বিশেষজ্ঞ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। 

অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, আহত রোগীদের মধ্যে চমেকে ভর্তি ৬৩ জনের সবাই চোখে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। তাঁদের মধ্যে কারও শুধু চোখেই আঘাত লেগেছে। আবার কারও কারও শরীরের অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের চোখের অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে একজনের চোখের কর্নিয়া ফেটে গেছে। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিতে হতে পারে। 

সাবেক মহাপরিচালক আরও বলেন, ‘আমরা চাই গুরুতর আহত ছয় রোগীকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে উন্নত চিকিৎসা দিতে। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন রোগীর চোখের অবস্থা খারাপ। কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গের অবস্থাও খুবই খারাপ হওয়ায় এখনই ঢাকায় নেওয়া সম্ভব নয়।’ 

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তাঁরা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত