হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগর সদর বাজারে সংঘর্ষে আহত ৪

প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মো. গিয়াস উদ্দিন (৩৭), মনির খান সবুর (২৪), মো. নাসির উদ্দিন (৫৫) ও রাজা মিয়া (৬৫)। তাঁদের সবাইকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলার সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের সঙ্গে তাহের ব্রিকসের মালিক গিয়াস উদ্দিনের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের ওপর হামলা করা হয়। এ ঘটনার সূত্র ধরে সন্ধ্যায় নবীনগর সদর বাজারের সালাম রোডে সুমন ব্রিকসের মালিক নাছির উদ্দিনের লোকজন তাহের ব্রিকসের মালিক গিয়াস উদ্দিনের ওপর হামলা করে। হামলায় উভয় পক্ষের লোকজন আহত হয়। তাদের মধ্যে গিয়াস উদ্দিন, রাজা মিয়া, মনির খান সবুরের অবস্থা আশঙ্কাজনক। 

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ সময় নবীনগর সদরসংলগ্ন নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রাম থেকে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করে। নবীনগর থানার পুলিশ সংঘর্ষের ঘটনা টের পেয়ে ধাওয়া করলে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ জানান, নবীনগর সদর বাজারে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আশা করি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু