হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রের কোল ঘেঁষে বনের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেন, রোমাঞ্চিত চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ২০ মিনিট। ঝিনুকের আদলে গড়া কক্সবাজারের চৌধুরীপাড়া স্টেশনে পৌঁছাল কক্সবাজার রুটের নতুন ট্রেন। এতে ছিল অত্যাধুনিক ১৯ বগি। ৩ হাজার সিরিজের নতুন ইঞ্জিনও। যিনি চালিয়ে আনলেন, তাঁর ট্রেন চালানোর অভিজ্ঞতা প্রায় ১০ বছরের। চালিয়েছেন সোনার বাংলা, তূর্ণা, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো ট্রেন।

তবে কক্সবাজার রুটে মঙ্গলবার ট্রেন চালানোর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলে জানান লোকো পাইলট মাহফুজুর রহমান।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এই বিশাল বগির বহর নিয়ে চট্টগ্রাম স্টেশন ছাড়ে এই স্পেশাল ট্রেনটি। ট্রেনটিতে উঠে আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেললাইন প্রকল্প উদ্বোধন করবেন। তাই ট্রেনটিতে ছিল বাড়তি নিরাপত্তা। 

টাইম-টেবিল এখনো নির্ধারিত না হওয়ায় ট্রেনচালক সর্বোচ্চ গতি তুলেছেন মাত্র ৫৫ কিলোমিটার। তবে তাঁর মতে, এই রুটে গতি ঘণ্টায় ৮০–৯০ কিলোমিটারও তোলা যাবে সহজে। কিন্তু টাইম-টেবিল নির্ধারিত না হওয়ায় ট্রেন ধীরে চালিয়েছেন চালক মাহফুজ। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন চালক। তাঁরা হলেন—সাজু কুমার দাস, রুকন মিয়া ও বেলায়েত হোসেন।

এর আগে কক্সবাজারে ট্রেনের ট্রায়াল রানের ট্রেনটিও চালিয়েছিলেন মাহফুজ। তবে মঙ্গলবারেরটি বিশেষ ট্রেন হওয়ায় এ ঘটনার সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লোকো পাইলট মাহফুজুর রহমান। জানালেন এই রুটে ট্রেন চালিয়ে আবেগে আপ্লুত হওয়ার কথাও। ‘দেখেন, কক্সবাজার সমুদ্রের পাড় ঘেঁষে ট্রেন গেছে। সংরক্ষিত বনাঞ্চল, মেঠোপথ মাড়িয়ে সমুদ্রের কাছে গিয়ে ট্রেন থামা অন্যরকম আবেগ। প্রেমেই পড়ে গেলাম!’ বলেন মাহফুজ। 

রুকন মিয়া বলেন, ‘এই রুটে ট্রেন আসাটা একসময় কল্পনাতীত ছিল। সেই কাজটি করে দেখিয়েছে সরকার।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে