হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের চার দিন পর মো. আব্দুল সাত্তার (৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামে আজ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল। তিনি বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’

আব্দুল সাত্তার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি চার মেয়ে ও তিন ছেলে সন্তানের বাবা।

নিহতের বড় ছেলে মো. শহীদ হোসেন জানান, চার দিন আগে আব্দুল সাত্তার নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর খোঁজ করা হয়। আজ বিকেলে বালিচাটিয়া গ্রামের নোয়া রাজা খান বাড়ির পাশে একটি ডোবাতে অজ্ঞাত মরদেহ দেখতে পান এলাকার জহির হোসেন নামের এক যুবক।

জহির হোসেনের চিৎকার মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন ডোবার ধারে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মো. শহীদ হোসেন মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত