হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ কর্মসূচির শুধু খিচুড়ি ভোজ করতে দিল প্রশাসন

কুবি প্রতিনিধি

প্রশাসনের সিদ্ধান্ত বদলের পর খিচুড়ি ভোজ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

পরবর্তীতে মিটিং করে আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানের খিচুড়ি ভোজের অনুমতি দেয় প্রশাসন। তবে, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের অনুমতি দেয়নি।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুবিতে খিচুড়ি ভোজ অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আয়োজন করা এতগুলো খাবার নষ্ট হবে ভেবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শুধু ভোজের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।’

এদিকে, ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে দাবিতে প্রচার করা হলেও সার্বিক তত্ত্বাবধানে সমন্বয়কদের থাকতে দেখা যায়।

এ নিয়ে আয়োজক এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অন্যতম একজন জান্নাতুল ইভা বলেন, ‘এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই হচ্ছে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে