হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ফজুমিয়ারহাট এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত মো. হানিফ মিয়া সদর উপজেলার রাজাপুর এলাকার মৃত মুকবুল আহমেদের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজ শেষে রামগতি উপজেলা থেকে মোটরসাইকেলযোগে হানিফ মিয়াসহ দুজন সদর উপজেলার নিজ বাড়ি রাজাপুর এলাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফজুমিয়ারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হানিফ মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত