হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পিকআপচাপায় ৬ ভাই নিহত: চালকের আমৃত্যু কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনায় গাড়িচালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডিত আসামি সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে। 

মামলার নথির বরাত দিয়ে ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। বাবা সুরেশের ক্ষৌরকর্ম অনুষ্ঠান করতে ৮ ফেব্রুয়ারি ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে নার্সারি গেটে যান সাত ভাই ও দুই বোন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির পিকআপ তাঁদের চাপা দেয়। 
 
এতে সাত ভাইবোন ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল গুরুতর জখম হয়। এ সময় তাঁরা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় অপর ভাই রক্তিম সুশীলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় ভাই মারা যান। 

পিপি ফরিদুল বলেন, এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল ৮ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চালক সাইফুলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

রায় প্রদানকালে বিচারক বলেছেন, দ্রুতগামী পিকআপের চাপায় কয়েকজন আহত হলেও চালক গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। যা স্বেচ্ছায়-স্বজ্ঞানে করেছেন চালক। রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল