হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করেছে চবি ছাত্রলীগের ভিএক্স গ্রুপ

চবি প্রতিনিধি

দুই নেতাকে মারধরের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপ অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে। এতে করে দিনভর অচল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। স্থবিরতা নেমে আসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে। পরবর্তী সময়ে আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাটহাজারী থানা-পুলিশের আশ্বাসে ১১ ঘণ্টা পর ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে ভিএক্স গ্রুপ।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও সাবেক সহসভাপতি রাশেদ হোসাইনকে মারধরের অভিযোগ ওঠে মো. হানিফ নামের স্থানীয় এক যুবলীগ নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে মূল ফটকে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় ভিএক্স গ্রুপ। এতে অচল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। বিপাকে পড়েন নির্ধারিত ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর গেটে তালা দিয়ে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেন তাঁরা। ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হয়নি। শিক্ষার্থীরা পায়ে হেঁটে যাতায়াত করেছেন। 

 এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে একটা রেজাল্ট দিতে বলেছে। পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে। এই সময়ের মধ্যে বাকিদেরও আটকের আশ্বাস দিয়েছে পুলিশ। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত