হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদ্রাসাছাত্র জাহিনের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকচাপায় মো. জাহিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারী পৌরসভার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকার জহির মিয়ার ছেলে। 

নিহত জাহিন তার মামা আশরাদ আলমের সঙ্গে মোটরসাইকেল ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ওই মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি ভ্যান গাড়ি পড়ে। এ সময় জাহিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। সে তার গ্রামের বাড়িতে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী জাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গহিরা হাইওয়ে থানার ওসি কামরুল আজম। তিনি জানান, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিন নামের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করেন। 

ওসি বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট