হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদ্রাসাছাত্র জাহিনের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকচাপায় মো. জাহিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারী পৌরসভার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকার জহির মিয়ার ছেলে। 

নিহত জাহিন তার মামা আশরাদ আলমের সঙ্গে মোটরসাইকেল ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ওই মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি ভ্যান গাড়ি পড়ে। এ সময় জাহিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। সে তার গ্রামের বাড়িতে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী জাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গহিরা হাইওয়ে থানার ওসি কামরুল আজম। তিনি জানান, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিন নামের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করেন। 

ওসি বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে