হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দোলনের সমন্বয়ককে মারধর, ৩ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস কুবি প্রক্টরের

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউছারের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী উমর সিদ্দিকী। 

ফরহাদ কাউছার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিন দাস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আক্তারুজ্জামান পাভেল, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান রাফি। এই শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। 

এই ঘটনার প্রতিবাদ এবং তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। 

এ ব্যাপারে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘গতকাল আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শুনেছি এবং এ ব্যাপারে আজকে একটি অভিযোগ পেয়েছি। আমি আশ্বাস দিচ্ছি, তদন্ত সাপেক্ষে তিন দিনের মধ্যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’ 

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরহাদ কাউছার প্রাইভেট টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফিরলে শেখ হাসিনা হলের সামনে পাভেল নামের এক শিক্ষার্থী ডেকে নিয়ে যান। রবিন নামের এক শিক্ষার্থী প্রথমে তাঁকে মারতে শুরু করেন। একপর্যায়ে পাভেল, রাফি, রিয়াজ এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার