হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় এক শ্রমিক গুরুতর আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারার কয়লা বিদ্যুৎ প্রকল্পে রঙের কাজ করার সময় কৌটা বিস্ফোরণে মোহাম্মদ শাহাদাত (২২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. শাহাদত গন্ডামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শাহাদাত নামের এক শ্রমিক রঙের কাজ করার সময় পাশে থাকা রঙের কৌটা ও কিছু কেমিক্যালের কৌটা হঠাৎ করে বিস্ফোরণ হয়। এ সময় পাশে থাকা ওই শ্রমিক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ ওয়ালীউল্লাহ তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠান। 

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ ওয়ালীউল্লাহ বলেন, ওই শ্রমিকের ডান হাতের অবস্থা বেশি আশঙ্কাজনক। 

গন্ডামারা কয়লা বিদ্যুৎ এলাকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিটন চাকমা বলেন, প্রকল্পে রঙের কাজ করার সময় পাশে থাকা রঙের কৌটা বিস্ফোরণে আহত হন তিনি। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রধান সমন্বয়ক মো. ফারুক আহমদ আজকের পত্রিকাকে বলেন, শাহাদাত নামের এক শ্রমিকের ডান হাত ঝলসে গেছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার