হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় এক শ্রমিক গুরুতর আহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারার কয়লা বিদ্যুৎ প্রকল্পে রঙের কাজ করার সময় কৌটা বিস্ফোরণে মোহাম্মদ শাহাদাত (২২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. শাহাদত গন্ডামারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শাহাদাত নামের এক শ্রমিক রঙের কাজ করার সময় পাশে থাকা রঙের কৌটা ও কিছু কেমিক্যালের কৌটা হঠাৎ করে বিস্ফোরণ হয়। এ সময় পাশে থাকা ওই শ্রমিক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ ওয়ালীউল্লাহ তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠান। 

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ ওয়ালীউল্লাহ বলেন, ওই শ্রমিকের ডান হাতের অবস্থা বেশি আশঙ্কাজনক। 

গন্ডামারা কয়লা বিদ্যুৎ এলাকার পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিটন চাকমা বলেন, প্রকল্পে রঙের কাজ করার সময় পাশে থাকা রঙের কৌটা বিস্ফোরণে আহত হন তিনি। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রধান সমন্বয়ক মো. ফারুক আহমদ আজকের পত্রিকাকে বলেন, শাহাদাত নামের এক শ্রমিকের ডান হাত ঝলসে গেছে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা