হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী মো. মুয়াজ বিন তাহের। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর আগে একদিন সকালে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিল ১৪ বছর বয়সী হাফেজ মুয়াজ বিন তাহের। মাদ্রাসা ছুটি শেষে প্রতিদিন সময়মতো বাসায় ফিরলেও ওই দিন আর সে ফেরেনি। আজও তার খোঁজ মেলেনি। মা রাহেলা খানম লাকীর বিশ্বাস, তাঁর আদরের ছেলে একদিন ঘরে ফিরবে। তাই তো চোখের জলে প্রতিদিন সন্তানের পথ চেয়ে থাকেন। আর বাবা আবু তাহের ছেলের নিখোঁজসংক্রান্ত ব্যাগভর্তি কাগজপত্র নিয়ে থানা থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বছরের পর বছর ছুটে বেড়াচ্ছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হাফেজ মুয়াজ বিন তাহের চট্টগ্রাম আদর্শ বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। নগরের হালিশহর এলাকার বাসিন্দা আবু তাহের ও রাহেলা খানম লাকী দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট হাফেজ মুয়াজ।

২০২২ সালের ২৬ জুলাই সকালে প্রতিদিনের মতো হালিশহর নিউ আই ব্লকের বাসা থেকে ধনিয়ালাপাড়া চট্টগ্রাম আদর্শ বায়তুশ শরফ মাদ্রাসার উদ্দেশে বের হয়ে আর ফেরেনি মুয়াজ। পরদিন হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ সংস্থা পিবিআই, সিআইডি, কাউন্টার টেররিজমে অভিযোগ দিয়েছেন নিখোঁজ শিশুটির বাবা। কিন্তু কেউ তার খোঁজ দিতে পারেনি।

বাবা আবু তাহের এখন নিখোঁজ ছেলে মুয়াজের ছবি, থানার ডায়েরিসহ তার স্মৃতির কাগজপত্র ব্যাগে নিয়ে এখানে-সেখানে ছুটে বেড়ান। ছেলের খোঁজ পেতে তিনি কখনো বড় মাহফিলে বা বড় সমাবেশে ছুটে যাচ্ছেন।

জানতে চাইলে হালিশহর থানা-পুলিশের উপপরিদর্শক ইমন দত্ত বলেন, ‘বিষয়টি অনেক আগের এবং তদন্তকারী কমর্কতা অন্যজন ছিলেন। এখন আমরা আবার বিষয়টা নিয়ে খোঁজখবর নেব।’

নিখোঁজ মুয়াজের বাবা আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের মা পাগলপ্রায়। কেঁদে কেঁদে চোখের জলে এখনো পথ চেয়ে আছে। হয়তো মুয়াজ একদিন ফিরে আসবে।’

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি