হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী মো. মুয়াজ বিন তাহের। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর আগে একদিন সকালে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিল ১৪ বছর বয়সী হাফেজ মুয়াজ বিন তাহের। মাদ্রাসা ছুটি শেষে প্রতিদিন সময়মতো বাসায় ফিরলেও ওই দিন আর সে ফেরেনি। আজও তার খোঁজ মেলেনি। মা রাহেলা খানম লাকীর বিশ্বাস, তাঁর আদরের ছেলে একদিন ঘরে ফিরবে। তাই তো চোখের জলে প্রতিদিন সন্তানের পথ চেয়ে থাকেন। আর বাবা আবু তাহের ছেলের নিখোঁজসংক্রান্ত ব্যাগভর্তি কাগজপত্র নিয়ে থানা থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বছরের পর বছর ছুটে বেড়াচ্ছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হাফেজ মুয়াজ বিন তাহের চট্টগ্রাম আদর্শ বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। নগরের হালিশহর এলাকার বাসিন্দা আবু তাহের ও রাহেলা খানম লাকী দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট হাফেজ মুয়াজ।

২০২২ সালের ২৬ জুলাই সকালে প্রতিদিনের মতো হালিশহর নিউ আই ব্লকের বাসা থেকে ধনিয়ালাপাড়া চট্টগ্রাম আদর্শ বায়তুশ শরফ মাদ্রাসার উদ্দেশে বের হয়ে আর ফেরেনি মুয়াজ। পরদিন হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। থানা-পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ সংস্থা পিবিআই, সিআইডি, কাউন্টার টেররিজমে অভিযোগ দিয়েছেন নিখোঁজ শিশুটির বাবা। কিন্তু কেউ তার খোঁজ দিতে পারেনি।

বাবা আবু তাহের এখন নিখোঁজ ছেলে মুয়াজের ছবি, থানার ডায়েরিসহ তার স্মৃতির কাগজপত্র ব্যাগে নিয়ে এখানে-সেখানে ছুটে বেড়ান। ছেলের খোঁজ পেতে তিনি কখনো বড় মাহফিলে বা বড় সমাবেশে ছুটে যাচ্ছেন।

জানতে চাইলে হালিশহর থানা-পুলিশের উপপরিদর্শক ইমন দত্ত বলেন, ‘বিষয়টি অনেক আগের এবং তদন্তকারী কমর্কতা অন্যজন ছিলেন। এখন আমরা আবার বিষয়টা নিয়ে খোঁজখবর নেব।’

নিখোঁজ মুয়াজের বাবা আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের মা পাগলপ্রায়। কেঁদে কেঁদে চোখের জলে এখনো পথ চেয়ে আছে। হয়তো মুয়াজ একদিন ফিরে আসবে।’

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট